আজকার নিজেদের চুল সিল্কি আর সুন্দর কিনা করি। চুলের সৌন্দর্য বজায় রাখতে আমরা বিভিন্ন রকম কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু আমার জানিও না অজান্তে আমরা নিজেদের কত ক্ষতি করছি। অ্যালোভেরার( aloe vera)সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু আপনারা কি জানেন অ্যালোভেরা আমাদের চুলের জন্য কতটা ভালো?অ্যালোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম থাকে, যা আপনার স্ক্যাল্পের ড্যামেজকে ঠিক করে।

 

অ্যালোভেরায় ( aloe vera)প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার থাকে, যা চুলকে খুব সুন্দরভাবে কন্ডিনশন্ড করে, আর খুশকির সমস্যা যদি থেকে থাকে, তাহলেও অ্যালোভেরা জেল ব্যবহার করুন। প্রথমে অ্যালোভেরা তাকে কেটে ভালোভাবে ধুয়ে ভেতরের জেল বার করে পুরো চুলে গোড়া থেকে ডগা অব্দি ভালভাবে লাগিয়ে নিন 30 থেকে 40 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এতে চুল সিল্কি হবে।

 

 

চুল পড়া প্রতিরোধ করে আর নতুন করে চুল গজাতেও সহায়তা করে অ্যালো ভেরা আর পেঁয়াজ।পেঁয়াজ নিয়ে ব্লেন্ডারে বেটে নিন। পাতলা জালিকাপড়ে পেঁয়াজ বাটাটা রেখে চিপে রস ছেঁকে পেঁয়াজের রসে অ্যালো ভেরা জেল খুব ভালো করে মিশিয়ে এবার স্ক্যাল্পে খুব ভালো করে ঘষে ঘষে মিশ্রণটি লাগান, চুলেও গোড়া থেকে আগা পর্যন্ত সমানভাবে মেখে নিন। ঘণ্টাখানেক রেখে ভালো শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন।

 

ক্যাস্টর অয়েল এর সাথে অ্যালোভেরা( aloe vera) চুল গজাতে এবং চুল ভালো রাখতে খুব কার্যকারী। এক চামচ ক্যাস্টর অয়েল এর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগান তারপর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুদিন করুন। চুল বাড়বে এবং মজবুত হবে।

Image source-google

আরও পড়ুন sukanta majumdar:মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত, দাবি সুকান্তের