বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম হার্টথ্রব হলেন বিক্রম চ্যাটার্জী (Bikram Chatterjee)। আর তার ঝুলিতে রয়েছে একের পর কাজ। আজই মুক্তি পাবে তার অভিনীত সিরিজ “রক্তকরবী”। এছাড়াও তার ঝুলিতে আছে ‘শহরের উষ্ণতম দিনে’, ‘শেষ পাতা’। শীঘ্রই শুরু হবে ‘পারিয়া’র শুটিং। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে তাকে জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে কি তার বৃহস্পতি খুব ভালো যাচ্ছে? প্রশ্ন শুনে তিনি জানান, “বৃহস্পতি তুঙ্গে কি না, বলা বেশ কঠিন। ভগবানের দয়ায় বেশ অনেক কাজ আছে। দর্শকের আমার কাজ ভাল লাগলে আশা করি আরও বেশি কাজ করব ভবিষ্যতে।”
সিরিয়াল থেকেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন বিক্রম (Bikram Chatterjee) কিন্তু সিনেমা, সিরিজের ভীড়ে কি সিরিয়ালকে ভুলে গেছেন তিনি? তাঁর স্পষ্ট উত্তর, “যেখান থেকে আমার শুরু সেটা কী করে ভুলি?”
অনেকের কাছেই টেলিভিশন সিরিয়াল পয়সা উপার্জনের জন্য নিরাপদ জায়গা। সেই কারণেই সিরিজ, সিনেমা করলেও পয়সার দরকার হলেই সকলে সিরিয়ালে অভিনয় করতে হাজির হয়। তার এই ব্যাপারে কি মতামত জিজ্ঞেস করলে আনন্দবাজার অনলাইনকে বিক্রম বলেন, “এটা তো খুব গর্বের বিষয়। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একটা অংশ রয়েছে যেখানে ব্যবসায় এতটাই লাভ হয় যে শিল্পীরা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক পান। অনেক সময় চরিত্র পছন্দ না হলে এখন আমি না বলে দিই, সেই আত্মবিশ্বাসও এসেছে আমার দীর্ঘ দিন টেলিভিশনে কাজ করা অভিজ্ঞতা থেকে।”
বিক্রম আরো বললেন, “টেলিভিশনকে শুধু আমার টাকা উপার্জনের জায়গা বলে মনে করি না। আমার বিশ্বাস যদি ভাল কাজ করি সেটা সিরিয়াল হোক, সিনেমা কিংবা সিরিজ় সব ক্ষেত্রেই দর্শক আমায় ভালবাসা দেবেন।”
আরো পড়ুন: Pathaan : প্রথম সপ্তাহে ৩৫০ কোটির গণ্ডি পেরোলো পাঠান!