কালীঘাটের বৈঠকের পর তৃণমূলের নতুন কর্মসমিতির (TMC) সদস্যদের নাম ঘোষণা করলেন দলের বর্ষীয়ান নেতা পার্থ চট্টোপাধ্যায়।
দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই কর্মসমিতিতে রয়েছেন মোট ১৯ জন। তবে, পার্থ চট্টোপাধ্যায় মোট ১৬ জনের ঘোষণা করেছেন।
পরে পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের ওয়ার্কিং কমিটির সদস্যরা তালিকা:
মমতা বন্দ্যোপাধ্যায়
অমিত মিত্র
পার্থ চট্টোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুব্রত বক্সী
অভিষেক বন্দ্যোপাধ্যায়
বুলুচিক বরাইক
চন্দ্রিমা ভট্টাচার্য
কাকলি ঘোষ দস্তিদার
সুখেন্দুশেখর রায়
জ্যোতিপ্রিয় মল্লিক
অসীমা পাত্র
রাজেশ ত্রিপাঠী
গৌতম দেব
মলয় ঘটক
অনুব্রত মণ্ডল
অরূপ বিশ্বাস
ফিরহাদ হাকিম
শোভনদেব চট্টোপাধ্যায়
যশবন্ত সিনহা
তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এখনও পর্যন্ত ঘোষিত তালিকার অধিকাংশই দলের পুরোনো লোক।
রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিনিধি রয়েছেন এই তালিকায়। তবে, যশবন্ত সিনহা এবং রাজেশ ত্রিপাঠী ছাড়া ভিন রাজ্যের নামী নেতাদের অবশ্য দলের কর্মসমিতিতে এখনও জায়গা দেওয়া হয়নি।
দলের পদাধিকারীদের নাম এখনও ঠিক করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন যারা পদাধিকারী ছিলেন তাঁরা আর কোনও পদে থাকলেন না।
পরবর্তীকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে দলের মহাসচিব পর্যন্ত সব পদাধিকারীদের নাম জানাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই মতো জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনকেও। বৈঠক শেষে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরের কলহের কথা অস্বীকার করেছেন।
সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এদিন দলের কর্মসমিতি নির্ধারণ করা ছাড়া, আর কোনও বিষয়ে আলোচনা হয়নি।
বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, “দলের তরফ থেকে কালকেই এক ব্যক্তি এক পদ নিয়ে দলের অবস্থান জানানো হয়েছে।
নতুন করে কিছু বলার নেই। নতুন করে নীতি নির্ধারণ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেবেন।”