কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar death) আজ ৬ ফেব্রুয়ারী ২০২২ , রবিবার, ৯২ বছর বয়সে প্রয়াত হলেন । দেশের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত গায়কদের একজন হিসাবে বিবেচিত, লতা এক হাজারেরও বেশি হিন্দি ছবিতে গান গেয়েছেন এবং ছত্রিশটিরও বেশি ভারতীয় ছবিতে গেয়েছেন। ‘দ্য নাইটিংগেল অফ ইন্ডিয়া’ কে ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছিল।
তাঁর (Lata Mangeshkar death) সবচেয়ে বড় হিটগুলির মধ্যে রয়েছে ‘আয়েগা আনাওয়ালা’, ‘আজ ফির জিনে কি তামান্না’, ‘লাগ জা গেল’, ‘মোহে পানঘাট পে’, ‘চলতে চলতে’, ‘কোরা কাগজ থা ইয়ে মন মেরা’, ‘রায়না বিতি যায়’, ‘তেরে বিনা জিন্দেগি সে কোই’, ‘জিয়া জালে’ এবং ‘কভি খুশি কাভি গম’ ১৯৫০ থেকে ২০০০ এর দশক জুড়ে।
লতার (Lata Mangeshkar death) অসাধারন গান প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকেও কাঁদিয়েছিল। ২৭ জানুয়ারী, ১৯৬৩ -এ, গায়ক দিল্লিতে নেহরুর সামনে ‘অ্যায় মেরে ওয়াতান কে লোগো’ লেখা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের সম্মানে কবি প্রদীপের লেখা, গানটির আবেগময় পরিবেশনা পন্ডিত নেহরুকে আবেগময় করে তোলে।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি । তিনি কোভিড-সম্পর্কিত জটিলতার কারণে ১১ জানুয়ারি ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন :Abhishek Bachchan: “জন্মদিন কাজের মধ্যে ভালো কাটে “