পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলিতে বাংলার তুলনায় হিন্দি সিনেমা কেন বেশি শো পাচ্ছে? এই নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি বাংলা পক্ষর(Bangla Pokkho)।

দিন কয়েক আগেই বাংলা ধারাবাহিকে হিন্দি গানের ব্যবহার কিংবা হিন্দি রীতি-আচার তুলে ধরার প্রতিবাদে সরব হয়েছিল এই সংশ্লিষ্ট সংগঠন।

এবার বঙ্গ থেকেই বাংলা সিনেমার বঞ্চিত হওয়া নিয়ে আওয়াজ তুলল বাংলা পক্ষ। তারকাখচিত হিন্দি সিনেমার চাকচিক্য এমনিতেই দর্শকদের আকৃষ্ট করে।

উপরন্তু হিন্দি ছবির সঙ্গে একই দিনে বাংলা সিনেমা রিলিজ করলে তো কথাই নেই! প্রেক্ষাগৃহে স্লট পাওয়া রীতিমতো তখন দায় হয়ে ওঠে টলিউডের প্রযোজক-নির্মাতাদের।

তার জ্বলন্ত উদাহরণ জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য।

প্রেক্ষাগৃহ না পাওয়ায় তাঁর ছবি সকলের সামনে তুলেই ধরতে পারেননি পরিচালক।

এই একই সমস্যায় ভুগছেন বাংলার একাধিক পরিচালকরা।

আর সেই প্রেক্ষিতেই এবার বাংলা সিনেমা নির্মাতাদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল বাংলা পক্ষ(Bangla Pokkho)।

সেই চিঠিতে উল্লেখ করা হয়, বাংলা সিনেমা রাজ্যের এমনকি দেশের গণ্ডী পেরিয়ে এখন বিশ্বেরও গর্ব।

বাংলায় একের পর এক কালজয়ী সিনেমা তৈরি হয়েছে এবং এখনও হচ্ছে।

বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম হল বাংলা সিনেমা।

কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ বাঙালি সিনেমা পরিচালকের অভিযোগ, বাংলা সিনেমা হল পাচ্ছে না পশ্চিমবঙ্গেই।

বলিউডের ছবির পাশে সিনেমাহলে জায়গা দেওয়া হচ্ছে না বাংলা ছবিকে।

কিংবা স্লট(Slot) পেলেও তা প্রাইম টাইমে কোনোভাবেই দেখানো হচ্ছে না।

বাংলা পক্ষর প্রশ্ন, নিজের মাটিতেই কেন বাঙালি অভিনেতা, পরিচালক তথা কলাকুশলীরা বঞ্চিত হবেন?

অতঃপর বাংলা সিনে ইন্ডাস্ট্রির স্বার্থে মমতা সরকার যেন দ্রুত কোনো পদক্ষেপ নেন, সেই দাবিই জোরাল করেছে বাংলা পক্ষ(Bangla Pokkho) তাদের চিঠিতে।