মঙ্গলবার সকালে শক্তিশালী বিরোধী ঐক্যের যে ছবি দেখা গেল, বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে তাতে। কংগ্রেস(Congress) সভানেত্রী সনিয়া গান্ধির বাড়িতে ডাকা বিরোধীদলীয় বৈঠকে ডাকই পেল না তৃণমূল কংগ্রেস (Sonia Gandhi at Opposition Meet)।
তবে বৈঠকে হাজির ছিল অন্যান্য বিরোধী দল। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির ১০ জনপথে সনিয়া গান্ধির বাড়িতে বৈঠক করে কংগ্রেস(Congress) সহ বিরোধী দলগুলি (Sonia Gandhi at Opposition Meet)।
এই বৈঠকে হাজির ছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, ডিএমকের টিআর বালু, শিবসেনার রাজ্যসভার দলনেতা সঞ্জয় রাউত, এনসিপির ফারুক আবদুল্লার মতো বর্ষীয়ান নেতারা (Sonia Gandhi at Opposition Meet)।
কংগ্রেসের(Congress) ডাকা এই বৈঠকে তৃণমূলের গড়হাজিরা নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তবে ঘাসফুল শিবির ডাক পায়নি বলেই সূত্রের খবর।
সনিয়া গান্ধির(Sonia Gandhi) বাড়ি থেকে বৈঠক শেষে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন,
“রাজ্যভিত্তিক বিরোধী ঐক্যই চব্বিশে আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের প্রথম বৈঠক।
আবার আগামিকাল আমাদের বিরোধীদলীয় বৈঠক হবে। শরদ পাওয়ারও থাকবেন সেই বৈঠকে।”
এদিকে, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আলোচনার জন্য প্রস্তুত।
ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করে সংসদে ফেরা উচিত বিরোধীদের।
সে প্রসঙ্গে শিবসেনার সঞ্জয় রাউত বলেন, “কোনও ক্ষমা বা দুঃখ প্রকাশের কোনও প্রশ্নই নেই। আমরা লড়াই করে যাব।”
সংসদ থেকে সাসপেন্ড(Suspend) হওয়া নিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, “যতবার খুশি আমাদের সাসপেন্ড করা হোক না কেন,
সংসদের ভিতরে বা বাইরে যখনই সুযোগ পাব কৃষকদের হয়ে, শ্রমিকদের হয়ে, দেশের মানুষের হয়ে দেশকে বিক্রি করার প্রতিবাদে, সংবিধান,
আইনকে বাঁচাতে, বিরোধী ঐক্যরক্ষা করতে আমরা সোচ্চার হবই।”