পুরভোটের প্রথম প্রচারসভা থেকে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা, “স্থানীয় লোকেদের সমস্যা দেখতে হবে কাউন্সিলরদেরই।

যে এই কাজ করতে পারবেন না, কাউন্সিলর হবেন না।”  কাজ না করায় কয়েকজন প্রাক্তন কাউন্সিলর এবার টিকিট পাননি এই কথাও স্পষ্ট করে দেন তিনি।

গোয়া থেকে বঙ্গে ফিরে বুধবার পুরভোটের  প্রচারে বেরিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

বুধবার ফুলবাগানে ছিল মমতার(Mamata Banerjee) প্রথম প্রচারসভা।

সেই প্রচার মঞ্চ থেকেই কাউন্সিলর পদে টিকিট পাওয়া প্রার্থীদের(Candidate) উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি।

তিনি বললেন, “যারা ভোটে দাঁড়িয়েছেন তাঁদের বলে যাই, আমি কাউকে কিছু বললে বকা দেওয়ার জন্য বলি না। সংশোধন করার জন্য বলি।

পাড়ায় জল জমেছে, কিংবা পানীয় জল নেই। এটা দেখার কাজ কাউন্সিলরদের। যে দেখতে পারবেন না, তিনি কাউন্সিলর হবেন না।”

অভিযোগের সুরে তিনি আরও বলেন, “একদিন গাড়ি করে যাচ্ছি।

আমার পাড়ায় কয়েকজন গাড়ির সামনে এসে বললেন, জলের পাইপ খারাপ হয়ে গিয়েছে।

আমরা দীর্ঘদিন জল পাচ্ছি না। আমি এলাকার কাউন্সিলরকে ফোন করে বলি, কেন জল পাচ্ছে না? এটা কাউন্সিলরের কাজ।

আপনারাই দেখুন, এবার আমার ওয়ার্ডের কাউন্সিলরকেই(Counsellor) এবার টিকিট দিইনি।” রাজ্যের মুখ্যমন্ত্রী বুধবার ফুলবাগান থেকে স্পষ্ট করে দিলেন, কাজ না করলে ভোটের টিকিট দেবে না তৃণমূল।

মমতার(Mamata Banerjee) কথায়, “বসতিগুলো সব ঠিকা জমিতে। প্ল্যান পেত না।

বস্তিগুলোর জন্য আইন করে দিয়েছি। প্ল্যান করে দিয়েছি।

যারা বসতি বাড়িতে থাকত তাদের সত্ত্ব দেওয়া হয়ে গিয়েছে।

তবে এই সুযোগে কাউন্সিলররা বসতিবাসীদের উঠিয়ে দিয়ে বাইরে থেকে কাউকে নিয়ে এসে মাল্টিস্টরিড বানিয়ে দেয়, এমন যেন কখনও না হয়।”