মূল্যবৃদ্ধির বাজারে ক্রমশ বাড়তে থাকা জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ট্যুইট করে জানিয়েছেন পেট্রোলে(Petrol-Diesel) লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলে লিটার প্রতি সাত টাকা শুল্ক কমালো কেন্দ্র।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন টুইট করেন, ‘আমরা পেট্রোলে কেন্দ্রীয় আবগারি শিল্প লিটার প্রতি ৮ টাকা আর ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে দিচ্ছি। এটি প্রতি লিটারে পেট্রোলের দাম ৯.৫ টাকা ও ডিজেবে প্রতি লিটারে ৭ টাকা কমিয়ে দেবে।’

যদিও অর্থমন্ত্রী জানান এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর সরকারের প্রায় ১ লক্ষ কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দেবে। সমস্ত রাজ্যগুলি যেন এই জাতীয় পদক্ষেপ নেয় সেই বিষয়েও আবেদন জানিয়েছেন সীতারামন। বিশেষ করে যেই রাজ্যগুলি এখনো জ্বালানি(Petrol-Diesel) তেলের দর কমায়নি সেই রাজ্যগুলি যেন দাম কমানোর পথে হাঁটে এমনটাই আবেদন জানিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করতে চাই বিশেষ করে যে রাজ্যগুলি শেষ রাউন্ডে পেট্রোল আর ডিজেলের দাম কমায়নি।’

শুধু পেট্রোল-ডিজেলের(Petrol-Diesel) দাম কমানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। দেশে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা অর্থাৎ প্রায় ৯ কোটি মানুষ কেন্দ্রের এই সিদ্ধান্তের পর স্বস্তি পাবে বলেই মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন মধ্যবিত্ত মানুষদের স্বস্তি দিতেই এই বড় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র ।