১৪ বছর বয়সী অভিনব সাউ (Abhinav Shaw) আসানসোলের বাসিন্দা। বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপ থেকে রুপোর পদক জিতে ফিরল অভিনব। মঙ্গলবার আসানসোল স্টেশনে তাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশন এবং আসানসোল রাইফেল ক্লাবের সদস্যরা। তাকে দেওয়া হয় সংবর্ধনাও।

আবার কয়েক দিন বাড়িতে কাটিয়েই দিল্লি যাবে অভিনব (Abhinav Shaw)। ৪ জুন থেকে সেখানে যুব গেমসে অংশ নেবে সে। উল্লেখ্য পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ধাদকার বাসিন্দা অভিনব সাউ বিশ্ব জুনিয়র শুটিংয়ে এ বারেই প্রথম অংশগ্রহণ করে।

আরও পড়ুন: Ambati Rayudu: রায়ডুর অবসর নিয়ে কী বললেন তাদের কোচ

সুত্রের খবর, রাইফেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সহ-সভাপতি বীরেন্দ্র কুমার ঢল জানান, ‘‘অভিনব (Abhinav Shaw) শুধু শিল্পাঞ্চল বা বাংলার নয় সারা দেশের গর্ব। জার্মানিতে গত ৮ মে থেকে শুরু হওয়া এই বিশ্ব প্রতিযোগিতায় অভিনব ছিল সবচেয়ে কম বয়সী দশ মিটার এয়ার রাইফেলের প্রতিযোগী। এই ইভেন্টে সোনা জিতেছে ভারতেরই রুদ্রাংশু বালাসাহেব পাতিল।’’