আবারও বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্সে। কেননা বাকি আইপিএলের ম্যাচগুলোতে তারা পাচ্ছে না অজিঙ্ক রহাণেকে (Ajinkya Rahane) । হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য তিনি বাকি আইপিএল থেকে ছিটকে গেলেন।
সুত্রের খবর, রহাণের (Ajinkya Rahane) গ্রেড ৩ হ্যামস্ট্রিং চোট রয়েছে। আইপিএল-এ লিগ পর্বে কলকাতার একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে জিতলে কলকাতা প্লে-অফে যেতে পারে। তবে রহাণে কোনও ম্যাচই খেলতে পারবেন না।
আরও পড়ুন: Andrew Symonds: আকস্মিক মৃত্যুতে শোকাহত বলিউড সেলিব্রিটিরা
রহাণে (Ajinkya Rahane), শনিবার পুণেতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে এই চোট পেয়েছিলেন। কেকেআর, বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য রহাণের চোটের ব্যাপারে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে মুম্বাইতে কেকেআর শিবির থেকে বেরিয়ে রহাণে সরাসরি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট আকাদেমিতে চলে যাবেন। সেখানেই রিহ্যাব চলবে তাঁর।