এবার সাহিত্য একাডেমী বাংলা উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিল অনাদি রঞ্জন। রত্না রশিদ পর এবার ইস্তফা দিলেন অনাদি রঞ্জন বিশ্বাস। তবে এবার স্বজনপোষণের অভিযোগ তুলে এই ইস্তফার কথা ঘোষণা করেছেন অনাদি বাবু। অনাদি বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য পুরষ্কার (Mamata Banerjee Award) পাওয়ার কথা নিয়ে বলেন, এখনকার এই সাহিত্যিকদের সাথে একসাথে ওঠাবসা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই ইস্তফা সিদ্ধান্ত। অনাদি বাবু আক্ষেপ করে বলেন, “রবীন্দ্রনাথকে আমি খুব ভালোবাসি। তার কবিতা নিয়ে যদি ছেলে খেলা হয় তাহলে আমার নৈতিক দায়বদ্ধতার মধ্যে আছে পদত্যাগ করা।
প্রসঙ্গত বলা যায় বাংলা সাহিত্য একাডেমি থেকে কবিতাবিতান বইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee Award) বিশেষ সম্মান দেওয়ার জন্য ঘটনার সূত্রপাত। তবে এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) স্পষ্ট জানিয়ে দেয়, মমতা ব্যানার্জি ছাড়া আর একজনও এই সম্মানের অধিকারী নয়। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন। পরবর্তীকালে যেভাবে সম্মানকে ঘিরে রাজনৈতিক রঙ সামনে আসছে তাতে এই সম্মানের বিষয়টি নিয়ে জলঘোলা তৈরি হচ্ছে তা পরিষ্কার।
আরও পড়ুন : Anubrata Mondal:ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল