বুধবার অসমে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি শাসিত অসমে তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন অভিষেক।

 

তৃণমূলের তরফে অভিষেকের অসম সফরের সূচি ঘোষণা করা হয়েছে। সকালের বিমানে অসমে পৌছে অভিষেক বেলা ১২.১৫মিনিটে প্রথমে বিখ্যাত কামাখ্যা মন্দিরে পুজো দেবেন। ঠিক একঘন্টা পর দুপুর ১.১৫মিনিটে আইটিএ অডিটোরিয়ামে অসমের দলীয় নেতৃত্ব ও পার্টি কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। রিপুন বোরাকে অসম তৃণমূলের সভাপতি করার পর এবার ঘর গোছানোর কাজ শুরু করতে চায় তৃণমূল। এই বৈঠক থেকেই রিপুন বোরা, সুস্মিতা দেবদের সেই কৌশল বলে দিতে পারেন অভিষেক। সবশেষে ৩.৩৫ মিনিটে অসম তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ওইদিনই কলকাতায় ফিরে আসবেন।

 

জানা যায় অসমে দলের কাজ কতটা হচ্ছে বা সাংগঠনিক শক্তি বাড়াতে আরও কী কী করণীয় সে ব্যাপারেই আলোচনা করতেই যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

আরো পড়ুন:Kunal Ghosh : “অভিষেক ব্যানার্জি 2024 সালে বাংলার মুখ্যমন্ত্রী”