কয়লা পাচার কাণ্ডে অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Rujira Banerjee)স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের।
সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লী পাতিয়ালা হাউস কোর্ট।
সূত্রে জানা গিয়েছে, জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
২০ আগস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক পত্নীকে।
সূত্রে জানা গিয়েছে, ইডির তরফে বারবার আদালতে আবেদন জানানো হয়, নোটিশ পাঠানো সত্ত্বেও হাজিরা দিচ্ছেন না রুজিরা বন্দ্যোপাধ্যায়।
রুজিরার আইনজীবী জানান, সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তারা, সেই মামলার শুনানি এখনও হয়নি।
পাল্টা ইডির তরফে বলা হয়, আবেদন করা হলেও সুপ্রিম কোর্টে শুনানির জন্য তা তালিকাভুক্ত হয়নি।
দু’পক্ষের বক্তব্য শোনার পরে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে কোর্ট, খবর সূত্রে।
এদিকে রুজিরার (Rujira Banerjee) হাজিরা না দেওয়ার কারণ হিসেবে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘মহিলাদের কিছু পারিবারিক দায়িত্ব থাকে, বাড়িতে সন্তান আছে।
ছোট্ট শিশুকে ছেড়ে দিল্লী যাওয়া সম্ভব নয়, তবে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে চাইলে করতে পারে ইডি।’