কয়লাকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।কিন্তু কেনো?
সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে আগামী ২০ আগস্টের মধ্যে আদালতের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।শনিবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে বলেন, সুপ্রিম কোর্টে তাঁরা আবেদন জানিয়েছেন। পাল্টা ইডির আইনজীবীর তরফে জানানো হয়েছে, আবেদন জানানো হলেও একবারও শুনানি হয়নি। তাই ইডির দফতরে হাজিরা না দিয়ে মামলাকে প্রভাবিত করছেন তিনি।
এই মামলায় রুজিরা হাজিরা না দিলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য নয়াদিল্লিতে একাধিকবার জেরার মুখোমুখি হয়েছেন। তিনি জানান, রুজিরার পক্ষে দিল্লিতে আসা সম্ভব নয়। কারণ, তাঁর একটি আড়াই বছরের পুত্র রয়েছে। তাঁকে নিয়ে দিল্লিতে আসা মুশকিল। তবে কলকাতায় জেরা করলে রুজিরা তদন্তকারী সংস্থার সহযোগিতা করতে প্রস্তুত বলেই জানিয়েছিলেন অভিষেক। উল্টোদিকে ইডি কর্তারা আবার কলকাতায় জেরা করতে রাজি নয়। এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হল অভিষেক-পত্নীর নামে। দলীয় ভাবে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এ নিয়ে একটা শব্দও খবচ করা হয়নি।
আরো পড়ুন:Abhishek Banerjee:পুলিশের ভূমিকা নিয়ে ভুয়সী প্রশংসা অভিষেকের