অমিত শাহের রাজ্য সফরের মাঝেই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় কাশীপুরে।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অর্জুন চৌরাশিয়া। বয়স ২৬ বছর। টালা ব্রিজ সংলগ্ন কাশিপুর রেল কলোনির বাসিন্দা তিনি। শুক্রবার সকালে ওই এলাকায় একটি পরিত্যক্ত রেল কোয়ার্টারে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। চিত্‍পুর থানার পুলিশ এসে উদ্ধারের চেষ্টা করলে বাধার মুখে পড়েন তারা। উত্তেজিত জনতার সাফ জানিয়ে দেয়, দেহ তারা কিছুতেই নিতে দেবেন না।স্থানীয়দের দাবী, অর্জুন সক্রিয়ভাবে বিজেপি করতেন। শুক্রবার অমিত শাহের কর্মসূচিতেও দায়িত্ব ছিল অর্জুনের ওপর। অভিযোগ, পুরভোটের সময় থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল অর্জুনকে।বিজেপি সূত্রে খবর, অর্জুন কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলের কাজকর্ম দেখাশোনা করতেন। গেরুয়া শিবিরের দাবি, বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র‌্যালির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেই বাইক র‌্যালি নিয়ে কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে অভ্যর্থনা জানাতে যাওয়ার কথা ছিল অর্জুনের। কিন্তু শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি।

 

জানা যায় এদিন ঝুলন্ত অবস্থায় মাটিতেই ছিল অর্জুনের পা, আর তাতেই মৃতের পরিবার পরিজনদের অনুমান, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাকে। পরিবার ও স্থানীয়দের দাবী, ঘটনার সঠিক তদন্ত চাই, আর তার আশ্বাস না পেলে দেহ ছাড়া হবে না। এদিকে সঠিক তদন্তের দাবীতে সুর চড়িয়েছে বিজেপিও।

 

আরো পড়ুন:BJP:অমিত শাহের সফরের মাঝেই পদত্যাগ করলেন ৮০ জন বিজেপি নেতা-কর্মী