কলকাতা পুরভোটের দিনক্ষণ (Kolkata Municipal Election 2021) ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার পালা কলকাতা করপোরেশনের বাড়ি দখলের জন্য লড়াইয়ের। ইতিমধ্যেই একাধিক জায়গায় দেওয়াল লিখনও শুরু হয়ে গেছে।
শুক্রবার সকালে প্রথমে বামেরা প্রার্থী ঘোষণা করে। বিজেপি এখনও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি।
কিন্তু যে দলের প্রার্থী নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেই তৃণমূলের(Tmc) প্রার্থী তালিকা অবশেষে ঘোষণা করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার আগে দলের নেতাদের নিয়ে নিজের কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর সহ প্রমুখ ব্যক্তি।
দীর্ঘ বৈঠকের পর অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল(Tmc) নেত্রী।
দলীয় সূত্রে খবর, প্রার্থী তালিকা ঘোষণায় এক ব্যক্তি, এক পদ নীতিতেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তবে কিছুক্ষেত্রে তার ব্যতিক্রমও হতে পারে বলে মনে করছিলেন রাজনৈতিক মহলের অনেকেই।
তৃণমূলের(Tmc) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,
”মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের বাকি সব শীর্ষ নেতৃত্বের সর্বসম্মতিক্রমে কলকাতার ১৪৪টি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সম্মত হয়েছেন।
প্রার্থী তালিকায় মহিলা, যুবদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Bandyopadhyay) বলেন, ”তৃণমূলের ১২৬ পুরনো প্রার্থীর মধ্যে ৮৭ জনকে ফের একবার প্রার্থী করা হল।
পুরনো ৬ জনের ওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। পুরনোদের মধ্যে ৩৯ জনকে প্রার্থী করা হয়নি।
তাঁরা সংগঠনের কাজে থাকবে।” ৪৫ শতাংশ কেন্দ্রে মহিলা প্রার্থীরা জায়গা পেয়েছেন।”
যাঁদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, সেই ফিরহাদ হাকিমকে প্রার্থী করছে তৃণমূল, প্রার্থী হচ্ছেন অতীন ঘোষও।