মঙ্গলবার মুখোমুখি হয়েছিল পাঞ্জাব-গুজরাত। ওইদিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মহম্মদ শামিকে ১১৭ মিটার লম্বা ছক্কা মেরেছেন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। এ বারের আইপিএলে এটি সব থেকে বড় ছক্কা। আইপিএলের ইতিহাসে যুগ্ম ভাবে দ্বিতীয় সব থেকে থেকে বড় ছক্কা মেরেছেন ইংল্যান্ডের ব্যাটার। তবে শুধু এই আইপিএলে নয়, এর আগেও বড় বড় ছক্কা মারতে দেখা গিয়েছে লিভিংস্টোনকে।
সুত্রের খবর, এবারের আইপিএলে লিভিংস্টোন (Liam Livingstone) ১০০ মিটার বা তার বেশি দূরত্বের ছয় মারার ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য দেখাচ্ছেন। প্রথম পাঁচটি সব থেকে বড় ছয়ের মধ্যে তিনটিই তাঁর। গুজরাতের বিরুদ্ধে ১৬তম ওভারে শামিকে পর পর তিন বলে তিনটি ছক্কা মারেন লিভিংস্টোন। সব মিলিয়ে সেই ওভারে ২৮ রান করেন তিনি। তার সঙ্গেই ম্যাচ জিতে যায় পাঞ্জাব।
আরও পড়ুন: MS Dhoni: দলের খামতি কোথায়,জানালেন ধোনি
সাড়ে ১১ কোটি টাকায় আইপিএলের নিলামে লিভিংস্টোনকে (Liam Livingstone) কেনে পাঞ্জাব কিংস। আন্তর্জাতিক ক্রিকেটে মারকুটে ব্যাটার হিসাবে পরিচিতি থাকলেও আইপিএলে এর আগে সেরকম ভালো খেলতে পারেননি লিভিংস্টোন। কিন্তু এ বার তিনি দেখাচ্ছেন তাঁর খেলা।