তৃণমূল নেতা কুণাল ঘোষের(Kunal Ghosh) একটি ট্যুইট রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে।

কুণাল ঘোষ তার ট্যুইটে লিখেন যে অভিষেক ব্যানার্জি 2024 সালে বাংলার মুখ্যমন্ত্রী হবেন।

মঙ্গলবার, তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেছিলেন যে 2024

সালে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হবেন এবং অভিষেক বাংলার মুখ্যমন্ত্রী হবেন।

অপরূপার এই ট্যুইটের পর রাজ্যে এখন জল্পনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের

ক্ষমতা দখল করবেন কিনা? সাংসদ অপরূপা ট্যুইট করেন যে ‘2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হবেন এবং অভিষেক

বন্দ্যোপাধ্যায় বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।’ তবে, সাংসদ এক ঘন্টা পরে এই ট্যুইটটি মুছে দেন।

তিনি তার ট্যুইটে আরও লিখেন, ‘2024 সালে আরএসএস-এর সঙ্গে যুক্ত রাষ্ট্রপতির হাতে প্রধানমন্ত্রীর শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

যদিও এক ঘণ্টা পর এই ট্যুইট ডিলিট করে দেন তিনি। তাঁর করা ট্যুইট ডিলিট করার কারণ হাইকমান্ডের নির্দেশ বলে মনে করা হচ্ছে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 2036 সালে বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি।

তিনি ট্যুইটে লিখেছেন যে ‘মমতা বন্দ্যোপাধ্যায় 2036 সাল পর্যন্ত

বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন এবং অভিষেক ব্যানার্জির শপথ অনুষ্ঠানে অভিভাবক হিসেবে উপস্থিত থাকবেন।’

তিনি আরও লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন এবং বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দেবেন।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জিকে তার উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।