বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)।তবে তিনি এখন আর টেস্ট ক্রিকেট খেলেন না। তিনি নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টেস্টের চুক্তি থেকে বেরিয়ে এসেছেন।
সুত্রের খবর, বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর (Mustafizur Rahman) বলেছেন, ‘‘স্বাস্থ্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলতে হলে আমাকে ফিট থাকতেই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। ফিট থাকার জন্যই আমার মনে হয়েছে ক্রিকেটের তিনটি ফরম্যাটের মধ্যে বেছে নেওয়া উচিত।’’
আরও পড়ুন: Eoin Morgan: টেস্টে দেশকে নেতৃত্ব দিতে চান না মর্গ্যান
পাশাপাশি মুস্তাফিজুর (Mustafizur Rahman) আরও বলেছেন, ‘‘নিজের পরিসংখ্যান এবং সাফল্য বিচার করেই এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেট বেছে নিয়েছি। এই দুই ফরম্যাটের উপরেই গুরুত্ব দিতে চাইছি। সারা বিশ্বে বহু ক্রিকেটারই তাদের পছন্দের ফরম্যাট বেছে নিয়েছে। নিজেদের ক্রিকেট জীবনকে দীর্ঘ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তা ছাড়া দল কখনও নির্দিষ্ট এক জন ক্রিকেটারের উপর নির্ভর করে না।’’