জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা সানরাইজ়ার্স হায়দরাবাদের বোলার উমরান মালিক (Umran Malik) এ বারের আইপিএলে গতির ঝড় তুলেছেন। রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে চার উইকেট নিয়ে ম্যাচের নায়ক ছিলেন তিনি। আইপিএলে তৃতীয় ক্রিকেটার হিসেবে শেষ ওভারে কোনও রান না দিয়ে উইকেট নেওয়ার নজির গড়েছেন। স্পর্শ করেছেন প্রাক্তন শ্রীলঙ্কা পেসার লাসিথ মালিঙ্গার কীর্তিও।

সূত্রের খবর, প্রাক্তন ক্যারিবিয়ান পেসার ইয়ান বিশপ এক চ্যানেলে উমরানকে (Umran Malik) নিয়ে বলেছেন, “গত বছর উমরানের গতি দেখে মুগ্ধ হয়েছিলাম। এ বার ও আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ডেল স্টেনের সাহচর্যে আরও পরিণত হয়ে উঠলে বিশ্বের যে কোনও ব্যাটার উমরানের বিরুদ্ধে খেলতে নেমে আতঙ্কে ভুগবে।”

আরও পড়ুন: Yuzvendra Chahal: হ্যাটট্রিক-সহ পাঁচ শিকার চহালের

অন্যদিকে মাইকেল ভন উমরানকে (Umran Malik) নিয়ে বলেছেন, “সময় নষ্ট না করে এখনই উমরানকে ভারতীয় দলে নেওয়া উচিত। যে কোনও উইকেটে ও গতিতেই শেষ করে দেবে ব্যাটারদের।”