আইপিএলে নজির গড়লেন সানরাইজার্স হায়দরাবাদের বোলার উমরান মালিক (Umran Malik)। তাঁর দ্রুততম বলের গতিবেগ ঘণ্টায় ১৫২.৬ কিলোমিটার। গড়ে ঘণ্টায় ১৪৬ কিলোমিটার গতিবেগে বল করেছেন। ইনিংসের শেষ ওভারে একটিও রান দেননি। পড়েছে চারটি উইকেট।

সুত্রের খবর, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন উমরান (Umran Malik)। তার মধ্যে তিন উইকেট এসেছে শেষ ওভারে। সঙ্গে একটি রান আউট হয়েছে। উমরানের গতিতে পরাস্ত হয়েছেন একের পর এক ক্রিকেটার। তাঁর বলের গতিতে অবাক বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। প্রশংসা করেছেন হায়দরাবাদের বোলিং কোচ ডেল স্টেনও।

আরও পড়ুন: Bhuvneshwar Kumar: আইপিএলে বিরাট নজির ভুবনেশ্বরের

ম্যাচ শেষে উমরান (Umran Malik) বলেন, ‘‘জম্মুতে ৪৭-৪৮ ডিগ্রিতে খেলার অভ্যাস রয়েছে। তাই গরমে কোনও সমস্যা হয় না। বরং গরমে খেলতেই ভালবাসি।’’