অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেললেন তিনি। আর মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি রেকর্ডও করে ফেলেছেন সীমিত ওভারের ক্রিকেটে।

সূত্রের খবর, এই নিয়ে আইপিএলে ন’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেন ফিঞ্চ (Aaron Finch)। আইপিএলে এতগুলি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার নজির আর কোনও ক্রিকেটারের নেই। অস্ট্রেলীয় ব্যাটারের পর রয়েছেন দীনেশ কার্তিক। তিনি সাতটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন এখনও পর্যন্ত। অন্যদিকে ছ’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন রবীন উথাপ্পা, থিসারা পেরেরা, পার্থিব পটেল, ইশান্ত শর্মা, যুবরাজ সিংহ এবং ইরফান পাঠান।

আরও পড়ুন: Shreyas Iyer: কেকেআরের হার নিয়ে কি বললেন শ্রেয়াস

সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার নজির গড়লেও কেকেআর-এর হয়ে অভিষেক ম্যাচে অবশ্য তেমন কিছু করতে পারেননি অস্ট্রেলীয় ব্যাটার ফিঞ্চ (Aaron Finch)। ওপেন করতে নেমে মাত্র ৭ রান করেছেন। মার্কো জানসেনের বলে তিনি আউট হয়ে যান।