বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি(BJP)! পুরভোটের আগেই এমন টুইট করে পদ্ম শিবির ছাড়ার জল্পনা বাড়ালেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
শনিবার তিনি টুইট করে লেখেন, ‘কারও কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমি এতদিন টুইটগুলো করিনি। দলের কিছু নেতা যেভাবে দলের ভুল কাজেও গা ভাসিয়েছিলেন,
সে সম্পর্কে দলকে সজাগ করার উদ্দেশ্য ছিল আমার এবং সেজন্যেই টুইট করেছিলাম। এবার ফলেন পরিচয়তে।
এবার পুরভোটের ফলের প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি!’
বঙ্গ বিজেপির(BJP) নেতাদের সঙ্গে প্রধানত দিলীপ ঘোষের সাথে তথাগত রায়ের তিক্ততা বেশ কিছুদিন ধরেই বেড়ে গেছে। এর আগেও এই প্রসঙ্গে টুইট করেছিলেন বর্ষীয়ান নেতা।
তিনি বলেছিলেন, ‘অর্থ এবং নারী চক্র থেকে দলকে টেনে বের করা আবশ্যক।’
তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে কার্যত তোলপাড় শুরু হয়ে যায় বঙ্গ রাজনীতিতে।
তথাগত রায়ের এই মন্তব্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গেরুয়া শিবিরের নেতাদের একাংশ।
ফের একবার এই বিষয়টি নিয়ে টুইটারে(Twitter) সরব হলেন তথাগত।
গতবার তিনি বলেছিলেন, ‘BJP-র টাকা তছনছ ও নারীচক্র নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত।
আমি সবিনয়ে জানাই, সেই সময় সত্যিই পেরিয়ে গেছে।
বিজেপি আমার বিরুদ্ধে যা ইচ্ছে তাই পদক্ষেপ নিতে পারে।
কিন্তু, নিজেদের চালচলনে যদি বদল না করে বিজেপি তা হলে পশ্চিমবঙ্গে এই দলের বিলুপ্তি কেউ আটকাতে পারবে না।’
পাশাপাশি, প্রধানমন্ত্রী(PM) শুক্রবার কৃষি আইন খারিজ করে নেওয়ার পর কৃষি আইন সমর্থকদের অসুবিধায় পড়তে হয়েছে বলে কটাক্ষও করেন তথাগত।
আরও পড়ুন – BSF: বিএসএফ প্রসঙ্গে রাজ্য রাজ্যপাল সংঘাত তুঙ্গে