রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) পোস্ট নিয়ে নানান রকম জল্পনা শুরু হয়েছে।
গতবছর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ রাখতেই বাংলার রাজনৈতিক চিত্র আমূল পাল্টে যায়।
যে সমস্ত দলের ত্যাগীরা বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারাই আবার উলটপুরান ঘটায়।
জয় প্রকাশ মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে রাজ্য সহ-সভাপতি পদ পেয়েছেন।
আবার লকেট চট্টোপাধ্যায় বঙ্গ রাজনীতিতে সেভাবে সক্রিয় নেই। বিজেপিতে একটা অন্তর্দ্বন্দ্ব চলছেই।
হঠাত্ রূপার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট করতে দেখা গেল। যেখানে তার একাকীত্ব থেকে রাজনৈতিক জীবনের কথা উঠে এসেছে।
রূপা (Rupa Ganguly) লিখেছেন, অনেকের অনেক কাজ শেষ করে উঠতে পারলাম না ।একা একা লড়ে গিয়েছি। চেষ্টায় ফাকি রাখেনি ।জীবনকে নতুন করে চেনালো রাজনীতি।
তার এই পোস্টের পর নানান রকম গুঞ্জন সৃষ্টি হয়েছে। তাহলে কী রূপা গঙ্গোপাধ্যায় রাগ, দুঃখ, অভিমান, অসন্তোষ কোনটা করেছেন।
২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত তিনি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। ২০১৫ সালে রাজনীতিতে যোগদান করেছিলেন।
রাজ্য সভাতে রামপুরহাট এর ঘটনা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছিলেন। রাজনীতি জগতে তিনি লড়াকু নেত্রী হিসেবে পরিচিত।
অনেক সময় দলের বিরুদ্ধে কথাও বলেছেন তিনি। তবে অনেকেই বলেছেন তার এই পোষ্টে পরিষ্কার যে তার সঙ্গে দলের একটা দূরত্ব তৈরি হয়েছে।
কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক চিরকাল ভালো। তবে কেন এই দূরত্ব এখনও স্পষ্ট নয়।