আবির্ভাবেই চমক গুজরাত টাইটান্সের দর্শন নলকান্ডের (Darshan Nalkande)। শুক্রবারই আইপিএলে অভিষেক হল তাঁর। বোলিং করতে এসে পর পর দু’বলে দু’টি উইকেট তুলে নেন তিনি। অল্পের জন্য হ্যাটট্রিক হল না। কিন্তু তরুণ এই জোরে বোলারের প্রতিভা নজর কেড়ে নিয়েছে ক্রিকেট মহলে।
মহারাষ্ট্রে জন্ম নলকান্ডের (Darshan Nalkande)।তবে তিনি খেলেন বিদর্ভের হয়েই। ২০১৯-এর ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর। বিদর্ভের হয়ে খেলতে নামেন হিমাচল প্রদেশের বিরুদ্ধে। সেখানেও তাঁর বোলিং নজর কেড়ে নেয়। রাজ্য দলের হয়ে এখনও পর্যন্ত ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৪৩টি উইকেট।
আরও পড়ুন: Aaron Finch: নাইট শিবিরে যোগ দিলেন ফিঞ্চ
এবারের আইপিএলে গুজরাত নলকান্ডকে (Darshan Nalkande) কিনেছেন ২০ লাখ টাকা দিয়ে। ম্যাচ শেষে দর্শন বলেন, “প্রথমে একটু চিন্তায় ছিলাম। কিন্তু ম্যাচের আগে হার্দিক ভাই এবং (আশিস) নেহরা স্যর আমাকে অনুপ্রেরণা জোগান। ওদের কথা শুনেই অনেক আত্মবিশ্বাসী হয়ে নামতে পেরেছিলাম। অনেক যাত্রা পেরিয়ে এসেছি। অনেক আত্মত্যাগ করেছি। আশা করি সুযোগ এ বার কাজে লাগাতে পারব।”