আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। টসে জিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

প্রথমে ব্যাট এ নেমে রাজস্থান রয়েলস কুড়ি ওভারে 3 উইকেটে 169 রান করে। জস বাটলার(Jos Buttler) 47 বলে 70 রান করে নট আউট থেকে একটি অসাধারণ ইনিংস খেলেন।

170 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ফ্যাপ ডু প্লেসিস(Faf Du Plessis) (20 Balls 29 Runs)অনুজ রাওয়াত(Anuj Rawat)(25 Balls 26Runs) এর পার্টনারশিপ টিমকে কিছুটা এগিয়ে নিয়ে যায়। কিন্তু তারপর হঠাৎ পরপর পাঁচটি উইকেট পড়ে যাওয়ার খেলা অনেকটাই রাজস্থানের দিকে ঘুরে যায়। কিন্তু তারপর দীনেশ কার্তিক(Dinesh Karthik)(44 Runs in 23 Balls ও শাহনাওয়াজ আহমেদ (Shahnawaz Ahmad)(45* Runs in 26 Balls) টিমকে জয় এর রাস্তা দেখান।

আজকের ম্যাচে দীনেশ কার্তিকের এই পারফেক্ট ফিনিশিং দেখে খুব খুশি RCB সাপোর্টাররা। আগামীকাল একটি বড় ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স (KKR) মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) মধ্যে সন্ধ্যা 7:30 এ।

আরও পড়ুন : KL Rahul: হায়দরাবাদকে হারিয়ে কি বললেন লখনউ অধিনায়ক রাহুল