এসএসকেএম হাসপাতালে ভর্তি (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল। উডবার্ন ব্লকে ভর্তি করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজই বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হবে তৃণমূল নেতার।
অনুব্রত মণ্ডলের বুক ও পেটে কিছু সমস্যা রয়েছে। গরু পাচার মামলায় আজ পঞ্চমবারের জন্য ফের তাঁকে তলব করেছিল সিবিআই।
বেলা ১১টায় তাঁর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা।
সকাল পৌনে এগারোটা নাগাদ সোজা গেলেন এসএসকেএম হাসপাতালে।
শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রেও তাঁর (Anubrata Mondal) কিছু সমস্যা রয়েছে। আপাতত এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকেই ভর্তি রয়েছেন তিনি।
এদিকে, গরু পাচার মামলায় সিবিআই স্ক্যানারে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
গরু পাচার মামলায় এর আগে অনুব্রতকে চারবার তলব করেছিল সিবিআই।
কিন্তু প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা।
পরে কলকাতা হাইকোর্টে সিবিআই তলবে আইনি রক্ষাকবচ চেয়ে দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল।
কলকাতায় সিবিআই অফিসের বদলে তাঁর বাড়ির কাছে কোনও জায়গায় বা ভিডিও কনফারেন্সে গোয়েন্দাদের মুখোমুখি হতে তিনি তৈরি
বলে আদালতে জানিয়েছিলেন। তবে আদালত অনুব্রত মণ্ডলের কোনও আবেদনেই সাড়া দেয়নি।
পঞ্চমবারের জন্য গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই।
আজ বুধবার কলকাতার নিজাম প্যালেসে তাঁকে হাজিরার জন্য নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।