আফগানিস্তানের লেগস্পিনারের তারকা বোলার রশিদ খান (Rashid Khan)। কুড়ির মরসুমে তাঁর লেগস্পিনের ঘূর্ণি সামলানো ব্যাটারদের কাছে ছিল এক বড়ো পরীক্ষা। তবে তিনি নিজেকে জোরে বোলার হিসেবে ভাবতেই পছন্দ করেন।

এবারের আইপিএলে রসিদ (Rashid Khan) খেলছেন নতুন দল গুজরাত টাইটান্সের হয়ে। নিজের জোরা বোলার প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি একজন স্পিন-ফাস্ট বোলার হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি। যে গতিতে আমি সচরাচর বোলিং করে থাকি, সেখানে বলকে ঘোরানো খুব সহজ কাজ নয়। ফলে আমি মনে করি, এই ধরনের বোলিং ধারাবাহিক ভাবে করে যেতে বিশেষ ধরনের দক্ষতা এবং প্রস্তুতির প্রয়োজন রয়েছে।”

আরও পড়ুন: Andre Russell: রাসেলের ‘রাসেল ঝড়’ দেখে উচ্ছসিত শাহারুখ

পাশাপাশি রসিদ (Rashid Khan) আরও বলেন, “যে গতিতে আমি বোলিং করে থাকি, তা অনেক ক্ষেত্রে ঘণ্টায় ৯৬ থেকে ১০০ কিমি পর্যন্ত হয়ে থাকে। ওই গতিতে বলকে ঠিক মতো ঘোরানো কিন্তিু সম্ভব নয়। সত্যি বলতে, ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিমি গতিতে বোলিং করার চেয়ে এটা আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়েছে। আসলে প্রত্যেক মুহূর্তে নেটে বোলিং করার সময় আমি নানা ধরনের পরীক্ষা করতে ভালবাসি। সেটা কিন্তু এখন দারুণ কাজে লাগছে।”