কয়লা পাচারকাণ্ডে আজ ইডির জেরার মুখোমুখি হচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ই-মেল মারফত ইডি আধিকারিকদের জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি আজ ইডি দফতরে হাজিরা দিতে পারছেন না।মঙ্গলবার সকালেই ইমেল করে ইডিকে একথা জানিয়েছেন। জানা যায় ফের জেরার জন্য তলব করা হতে পারে তাঁকে।

 

সূত্রের খবর গত সপ্তাহেই দিল্লির সদর দফতরে হাজির হয়েছিলেন অভিষেক। টানা নয় ঘন্টা জেরা করা হয়েছিল তাঁকে। এভাবে বারবার তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক। এই বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও সেই মামলা গ্রহণ হয়নি।অভিষেকের বক্তব্য ছিল, তাঁকে জেরা করা হলে যেন কলকাতাতে করা হোক।

 

 

একদিকে যখন ইডির হাজিরা এড়ালেন অভিষেক ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোরাধ্যায় ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে অবিজেপি রাজ্যগুলিকে একজোট হওয়ার আর্জি জানিয়েছেন। সব অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নিয়ে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, সরাসরি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আঘাত করছে বিজেপি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি, সিবিআই এবং আয়কর দফতরের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে তারা। দেশের সর্বত্র বিরোধীদের হেনস্থা করা হচ্ছে এই সব কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে।

 

আরো পড়ুনKolkata:লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতা রাজপথে তৃণমূল কর্মী