এবারের আইপিএলের শুরুটা ভালো হল না রোহিত শর্মার (Rohit Sharma)। প্রথম ম্যাচে মুখোমুখি ছিল মুম্বাই ইন্ডিয়ানস্ বনাম দিল্লি ক্যাপিটালস্। প্রথম ম্যাচেই দিল্লির কাছে পরাজিত হওয়ার সাথে সাথে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল ভারত অধিনায়ক তথা হিটম্যানকে। মন্থর ওভার রেটের জন্য এই শাস্তি পেলেন তিনি। এ বারের আইপিএলে রোহিতই প্রথম অধিনায়ক যিনি এই শাস্তি পেলেন।

রবিবার, মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ছিল মুম্বাই-দিল্লির প্রথম ম্যাচ। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৭ রান তোলে মুম্বাই। ঈশান কিশান ৮১ রান করে অপরাজিত থাকেন। রোহিত শর্মা (Rohit Sharma) নিজে করেন ৪১ রান। সেই রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে জয়ের রান তুলে নেয় দিল্লি।

আরও পড়ুন: Punjab Kings: দু’শোর গন্ডি পার করে দুর্ধর্ষ জয় পাঞ্জাবের

সূত্রের খবর, দিল্লির ইনিংসের সময় মুম্বাই অতিরিক্ত সময় নেয় বলে জানায় আইপিএল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, এটাই দলের প্রথম অপরাধ বলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।