তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার পাঁচ দিনের জন্য পাহাড় সফর করবেন তিনি।

 

 

জানা যায় ২৭ মার্চ শিলিগুড়ি সভা সেরে দার্জিলিং পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ২৯ মার্চ দার্জিলিংয়ের ম্যালে মুখ্যমন্ত্রীর সরকারি সভা রয়েছে। সরকারি কর্মসূচি ছাড়াও মুখ্যমন্ত্রী বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলেও জানা গিয়েছে।সরকারি কর্মসূচি ছাড়াও মুখ্যমন্ত্রী বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলেও জানা গিয়েছে।

 

 

 

সামনে পাহাড়ের জিটিএ ভোট। শৈল শহরে পৌরবোর্ড দখল করে হামরো পার্টি। তাই জিটিএ নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর এই পাহাড়ের ওপর অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী এবার উত্তরবঙ্গে গিয়ে আঞ্চলিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। তবে তিনি কী কী ঘোষণা করেন সেই দিকেই নজর রয়েছে রাজ্যবাসীর।

 

আরো পড়ুন:Akhilesh Yadav:উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব