এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে নিয়ে আশাবাদী লাসিথ মালিঙ্গ (Lasith Malinga)। নতুন পেস বোলিং কোচ মালিঙ্গা দলের জোরে বোলারদের দেখে মুগ্ধ। তাঁর মতে, এই দলের অনেকেই আগামী দিনে তারকা হয়ে উঠতে পারেন।
আরও পড়ুন: Ashleigh Barty: ২৫ বছর বয়সেই টেনিস থেকে অবসর অ্যাশলে বার্টির
সূত্রের খবর, শ্রীলঙ্কার হয়ে তিন ধরনের ক্রিকেটে ৩৪০ ম্যাচে ৫৪৬টি আন্তর্জাতিক উইকেট রয়েছে মালিঙ্গার (Lasith Malinga)। পাশাপাশি, ২০১৪ সালে তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এ বার আইপিএলে তিনি তাঁর পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এসেছেন রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচ হিসেবে।
আরও পড়ুন: Aaron Finch: স্ত্রীকে না জানিয়েই কেকেআর-এ সই করেছেন ফিঞ্চ
মালিঙ্গা (Lasith Malinga) নতুন কোচ হিসেবে জানান, ‘‘প্রশিক্ষক হিসেবে আগামী প্রজন্মকে বোলিংয়ের খুঁটিনাটি শিখিয়ে তাদের তৈরি করা আমার কাছে নতুন অভিজ্ঞতা। আগে এই কাজই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে করেছি। এ বার তা করব রাজস্থান রয়্যালসের হয়ে। এটা আমার কাছে নতুন দল। কিন্তু প্রতিভাবান এই বোলারদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি।’’