ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (Trinamool factionalism)। এবার স্থানীয় কাউন্সিলরের স্বামীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল।এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ড-সহ গোটা শহরে। সোমবার সন্ধ্যায় কলকাতা পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বাবুল সুপ্রিয়র একটি কর্মিসভা ছিল,আর সেখানেই এমন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়।
জানা যায় আক্রান্তের নাম সুশীল কুমার শর্মা। তিনি বর্তমান কাউন্সিলর নিবেদিতা শর্মার স্বামী।সুশীলকে মারধররের অভিযোগ উঠছে শেখ রাজা ও তাঁর ছেলে ওয়াসিমের বিরুদ্ধে।আক্রান্ত সুশীল শর্মার অভিযোগ, এলাকার বেশ কয়েকজন যুবক বাবুল সুপ্রিয়র নানারকম ভিডিও তুলে ভাইরাল করছিল। । সেই ভিডিও ভাইরাল করার প্রতিবাদ করেন সুশীল শর্মা। তখনই তৃণমূলের অপর গোষ্ঠীর ছেলেরা লাঠি, রড নিয়ে তাঁর ওপর হামলা করে।
স্থানীয় সূত্রে খবর, মারধরের পর তাঁর জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। গোষ্ঠীকোন্দলের জেরেই এই কাণ্ড বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে এদিন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক দেবাশিস কুমার বলেন, দলীয় নেতৃত্ব বিষয়টি জেনেছে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
আরো পড়ুন:Babul Supriyo:আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন বাবুল সুপ্রিয়