এবারের আইপিএল-এ কলকাতার নতুন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। মুম্বইয়ের ছেলে শ্রেয়াস। এতদিন তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসের নেতা। কিন্তু কলকাতার হয়ে খেলার জন্য মুম্বাই পৌঁছেই স্পষ্ট বাংলা উচ্চারণে শ্রেয়াস বলেন, “আমি তোমাকে খুব ভালবাসি কলকাতা।” এ বছর আইপিএল খেলার জন্য কলকাতায় আসতে পারবেন না তিনি। কিন্তু তবুও নেটমাধ্যমে শ্রেয়াসের গলায় সেই কথাই শোনা গেল।
তবে একথা তো বলেছেন অনেকেই। এতে কি বাংলার আবেগের ছোঁয়া পাওয়া যায়? নাইটদের নেটদুনিয়ার পেজ্ বলছে, শুধু এখানেই আটকে নেই তারা। বাংলা উচ্চারণের দিকেও তারা যথেষ্ট নজর দিচ্ছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রেয়াসকে (Shreyas Iyer) এক জন জল দিতে এসে হিন্দি উচ্চারণে ‘জল’ বলছেন। শ্রেয়াস তাঁকে শুধরে দিয়ে জলের সঠিক উচ্চারণ করে বলছেন, সেটা বলতে।
আরও পড়ুন: এবারের আইপিএল-এ কত নাম্বারে ব্যাট করবেন শ্রেয়াস!
আর এই ভিডিওই কেড়ে নিয়েছে নেটিজেনদের একাংশের মন। যদিও ইডেনে এ বার আইপিএলের ম্যাচ খেলতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। সব ম্যাচ খেলতে হবে মহারাষ্ট্রে। তবুও কলকাতার মানুষ নিজেদের আবেগকে পেতে চাইছে। যার ইঙ্গিত মিলছে নেটদুনিয়ায়। (Shreyas Iyer)