কোভিডের জেরে পরপর দু’বছর বন্ধ ছিল এশিয়া কাপ (Asia Cup)। তবে এবার ফের স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে এশিয়া কাপ। এ বারের প্রতিযোগিতা হবে শ্রীলঙ্কায়। খেলা চলবে ২৭ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এ বারের প্রতিযোগিতা খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যদিও সূচি এখনও ঠিক হয়নি তবুও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এশিয়া কাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের।

এশিয়া কাপের (Asia Cup) খেলা হয় দু’বছর অন্তর। ২০২০-র সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির কারণে তা বাতিল হয়ে যায়। এর পর ২০২১-এর জুনে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায় । সেটিও বাতিল হয়। ২০২২-এর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের।

আরও পড়ুন: Gautam Gambhir: ধোনির সাথে সম্পর্ক নিয়ে খোলসা করলেন গাম্ভীর

সূত্রের খবর, ১৯৮৪ সাল থেকে শুরু হওয়ার পর ১৪ বার এই খেলা (Asia Cup) হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে সাত বার। শেষ দু’বারই জিতেছে তারা। শ্রীলঙ্কা দ্বিতীয় সফল দল। তারা এই প্রতিযোগিতা জিতেছে পাঁচ বার।

আরও পড়ুন: Jhulan Goswami: মহিলা ক্রিকেটে আবারও নজির ঝুলন গোস্বামীর