শুক্রবার বালিগঞ্জ ও আসানসোলের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি(BJP)।বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে আগামী ১২ এপ্রিল উপনির্বাচন।আর তাই নাম ঘোষণা হওয়ার পরেই জোরকদমে প্রচারে নেমে পড়লেন আসানসোলের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।জানা যায় শুক্রবার রাতেই আলডি গ্রামে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে এবং বাজনা সহকারে নিজেই দেওয়াল লিখনের মাধ্যমে লোকসভা উপনির্বাচনের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।মূলত এর আগে আসানসোল দক্ষিণ থেকে বিধানসভা ভোটে লড়েছিলেন অগ্নিমিত্রা। ওই কেন্দ্র থেকে জিতেছিলেন অগ্নিমিত্রা পাল।অন্যদিকে আবার এই আসানসোলেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা।এছাড়াও বালিগঞ্জের বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থী হচ্ছেন কেয়া ঘোষ।তার লড়াইটা আবার তৃণমূল কংগ্রেসে প্রার্থী বাবুল সুপ্রিয়র সঙ্গে।
প্রচারের প্রথম দিনেই জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে অগ্নিমিত্রা পাল বলেন,আসানসোল কেন্দ্রের উপনির্বাচনে তার নাম ঘোষণা হওয়া একেবারেই অপ্রত্যাশিত ছিল তার কাছে। এ জন্য তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। আসানসোলের মানুষকে আবেদন জানিয়েছেন তার পাশে থাকার জন্য। পাশাপাশি তৃণমূলের হেভিওয়েট প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপি প্রার্থী। তিনি বলেছেন, যারা প্রচারে আসছেন বা প্রার্থী হচ্ছেন, সবাইকে শুভেচ্ছা। কিন্তু আসানসোল কেন্দ্রে তিনিই জয় পাবেন বলে আশা প্রকাশ করেছেন অগ্নিমিত্রা পাল।
প্রসঙ্গত আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাকেই এবার লোকসভা উপনির্বাচনেও প্রার্থী করল দল। এই কেন্দ্র থেকে দু’বার জিতেছেন বিজেপির প্রার্থীই। বাবুল সুপ্রিয় ছিলেন এখানকার দু’বারের সাংসদ। তিনি দল ছাড়ার সঙ্গে সঙ্গে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তাই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এখানে বঙ্গ বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ প্রার্থী। দুই উপনির্বাচনেই বিজেপির মুখ মহিলা প্রার্থী।মূলত দুই কেন্দ্রের জন্যই তিনটি করে নাম পাঠানো হয়েছিল কেন্দ্রীয় বিজেপির কাছে। তার মধ্যে থেকেই এই দু’টি নাম বেছে নিয়েছে দিল্লি। এমন দু’জনকে প্রার্থী করা হয়েছে যাঁরা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় সংবাদমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। রাজ্যে যথেষ্ট পরিচিত মুখও তাঁরা। অগ্নিমিত্রা আসানসোলের বিধায়কও। পুরনিগমের ভোটেও তাঁর ভূমিকা, সামনে থেকে লড়াই করার ক্ষমতা দেখেছে দল।তাই এবার তার ওপরই আস্থা রাখল শেষ পর্যন্ত দল।
আরো পড়ুন:Shatrughan Sinha: রবিবার আসানসোলে আসছেন শত্রুঘ্ন সিনহা