আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট (CPIM)।
বুধবার ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানান, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বামেদের প্রার্থী হবেন পার্থ মুখোপাধ্যায়।
অন্য দিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম (CPIM) প্রার্থী হবেন সায়রা শাহ হালিম।
দুই প্রার্থীই সিপিএমের। উল্লেখ্য, সিপিএম নেতা এবং বেশ কয়েক দফায় বালিগঞ্জ কেন্দ্রে প্রারহি হওয়া ফুয়াদ হালিমের স্ত্রী হলেন সায়রা।
গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের।
তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। অন্য দিকে, ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকেও ইস্তফা দেন।
বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রেও প্রতিনিধিহীন হয়ে পড়ায় উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে।
রাজ্য সরকার প্রস্তুতির কথা জানাতেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।
আসানসোল এবং বালিগঞ্জে তৃণমূল প্রার্থী করেছে যথাক্রমে শত্রুঘ্ন সিনহা এবং বাবুল সুপ্রিয়কে। অন্যদিকে, বিজেপি বা কংগ্রেসের তরফে প্রার্থী ঘোষণা করা হয়নি।