দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং শেষ হলেও নানা কারণে আটকে ছিল ছবির মুক্তি। দর্শক এবং অনুরাগীরা বহু বছর ধরে প্রশ্ন করে এসেছেন, “কবে আসছে ধূমকেতু?” কখনও কোনও রিয়্যালিটি শো-তে শুভশ্রী, আবার কখনও দেব এই ছবির অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রযোজক রানা সরকার এবং দেবের প্রযোজনা সংস্থা ঘোষণা করেছে, ২০২৫ সালের ১৪ অগাস্ট মুক্তি পাবে ‘ধূমকেতু’। ২৩ মে দেবের সংস্থা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে। এর ঠিক আগের দিন, রানা সরকারের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছিল উত্তেজনা। সেখানে তিনি লেখেন, “ধূমকেতু নিয়ে অঙ্ক কষার দিন কি শেষ? ধূমকেতু রিলিজের আগে অঙ্ক কি কঠিন রিলিজ হচ্ছে কাল… শেষ ভালো যার, সব ভাল তার।”
এই পোস্ট থেকেই দর্শকমনে আশার সঞ্চার হয়। এরপর আসে বহু প্রতীক্ষিত সেই ঘোষণার মুহূর্ত— অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। এক সময় দেব বলেছিলেন, “এই ছবি মুক্তি পেলে আমি সবচেয়ে বেশি খুশি হব।” সেই প্রতিশ্রুতি পূরণের পথে তিনি। এখন শুধু দিন গুনছে টলিপাড়া— নয় বছরের অপেক্ষার পর প্রেক্ষাগৃহে ফিরছে এক সময়ের জনপ্রিয় জুটি, দেব-শুভশ্রী।
Image source-Google