‘ভিকি ডোনার’ ও ‘সর্দার উধম’-এর মতো ছবি দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন পরিচালক সুজিত সরকার (Soojit Sarkar)। যদিও অভিষেক বচ্চনকে নিয়ে তৈরি তাঁর শেষ ছবি ‘আই ওয়ান্ট টু টক’ বক্স অফিসে সফল হয়নি। তাই এবার তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে উত্তেজনা তুঙ্গে।
সূত্রের খবর, সুজিতের (Soojit Sarkar) আগামী প্রজেক্টের চিত্রনাট্য প্রায় চূড়ান্ত। এটি হবে দুই নায়ককেন্দ্রিক একটি ব্যাঙ্গাত্মক কৌতুকধর্মী ছবি, যার শুটিং শুরু হবে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে।
ছবির এক মুখ্য চরিত্রে থাকছেন রাজকুমার রাও। অনেকদিন ধরেই সুজিতের সঙ্গে কাজের কথা চলছিল, অবশেষে সেই পরিকল্পনা বাস্তব হচ্ছে। রাজকুমার স্ক্রিপ্ট পড়ে মৌখিক সম্মতি দিয়েছেন বলেও জানা যাচ্ছে।
তবে ছবির দ্বিতীয় নায়ক এখনও চূড়ান্ত হননি। সুজিত এমন একজন অভিনেতাকে খুঁজছেন যিনি দক্ষ, কমেডিতে পারদর্শী এবং পরিচালনায় হস্তক্ষেপ না করেন। কারণ, দুই নায়কের ছবি ভারসাম্যের ব্যাপার—এখানে সঠিক নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বর্তমানে রাজকুমার রাও ব্যস্ত দীনেশ ভিজান প্রযোজিত ‘ভুলচুক মাফ’ ছবির মুক্তি নিয়ে। এছাড়া তাঁর নিজের প্রযোজনা সংস্থা থেকে দুটি নতুন ওটিটি প্রজেক্টের কাজও চলছে, যেগুলি মুক্তি পাবে নেটফ্লিক্সে।
আরো পড়ুন: Samantha Ruth Prabhu: প্রাক্তন শাশুড়ির সামনে আবেগঘন সামান্থা
Image source-Google