গরমে এখন প্রায় সকলেরই হাসফাঁস অবস্থা। যতই বৃষ্টি পড়ুক না কেনো, গরম যেনো কমতে চায়না। এখনই বাইরে বেরোলে সূর্যের তাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাই এবার আপনাদের শেখাবো কফি আইসক্রিম রেসিপি (Recipe) যা আপনারা সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।

কফি আইসক্রিম

কফি প্রেমীদের জন্য এই আইসক্রিম (Icecream) ঘরে বানিয়ে নেওয়া যেতেই পারে। এবার আর একঘেয়ে কোল্ড কফিতে চুমুক নয়, কফি আইসক্রিমে তারা পাবেন স্বস্তির স্বাদ। ঘরে বানিয়ে নিন কফি প্রেমীদের জন্য এক দুর্দান্ত ঠান্ডা ডেসার্ট।

উপকরণ:

১ কাপ হুইপড ক্রিম

১ টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি (১ কাপ গরম জলে গুলে নিন)

২ টেবিল চামচ কনডেন্সড মিল্ক

এক মুঠো চকোলেট চিপস

প্রণালী:

সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেন্ড করুন। মিশ্রণটি ফ্রিজে রেখে জমাতে দিন। পরে ঠান্ডা পরিবেশন করুন।

এই গরমে বাড়িতেই তৈরি করুন সুস্বাদু আইসক্রিম, যা হবে একেবারে সস্তা ও স্বাস্থ্যকর।

আরো পড়ুন: Sonali Bendre: অতীতের প্রেম নিয়ে কি বললেন সোনালী বেন্দ্রে?

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *