গরমে এখন প্রায় সকলেরই হাসফাঁস অবস্থা। যতই বৃষ্টি পড়ুক না কেনো, গরম যেনো কমতে চায়না। এখনই বাইরে বেরোলে সূর্যের তাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাই এবার আপনাদের শেখাবো বানানা-পিনাট বাটার আইসক্রিম রেসিপি (Recipe) যা আপনারা সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।
বানানা-পিনাট বাটার আইসক্রিম
কলার সাথে পিনাট বাটারের স্বাদ অনেক জনপ্রিয়। এই আইসক্রিমটি (Iceceream) প্রাকৃতিকভাবে ক্রিমি।
উপকরণ:
২টি পাকা কলা
২ টেবিল চামচ পিনাট বাটার
প্রণালী:
কলার টুকরো কেটে ফ্রিজে রেখে দিন। যখন ভালোভাবে জমে যাবে, তখন পিনাট বাটারসহ ব্লেন্ড করে নিন। স্কুপ করে পরিবেশন করতে পারেন অথবা আরও জমাট বাঁধাতে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ।
আরো পড়ুন:Destination for Summer: ছুটির দিনে ঘুরে আসুন এই জায়গাগুলিতে
Image source-Google
