কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক পরিকাঠামোয় বড়সড় রদবদল আনা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের শীর্ষ আমলা পদে পরিবর্তন ঘটেছে। নতুন রাজস্ব সচিব (Revenue Secretary) হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯৯৪ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইএএস অফিসার অরবিন্দ শ্রীবাস্তব (Arvind Shrivastava)। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে অতিরিক্ত সচিব পদে দায়িত্বে রয়েছেন। এবার তাঁকে রাজস্ব বিভাগে সচিব হিসেবে নিযুক্ত করেছে মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি (ACC)।
অর্থ মন্ত্রকের অধীনস্থ ব্যয় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভুমলুনমাং ভুয়ালনাম। তিনি এতদিন বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব পদে ছিলেন। এবার তিনি মনোজ গোভিলের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মনোজ গোভিলকেও নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে মন্ত্রিসভা সচিবালয়ের সমন্বয় সচিব করা হয়েছে। এ ছাড়াও আরও কয়েকজন আইএএস অফিসারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিযুক্ত করা হয়েছে।
মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার বিবেক আগরওয়াল, যিনি বর্তমানে অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগে অতিরিক্ত সচিব পদে রয়েছেন, তাঁকে এবার সংস্কৃতি মন্ত্রকের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি তিনি এখনও ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-ইন্ডিয়া (FIU-IND)–এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন আইএএস অফিসার সন্তোষ কুমার সারঙ্গি।
সূত্রের খবর অনুযায়ী, এই রদবদলগুলি কেন্দ্রীয় সরকারের আমলাতান্ত্রিক পুনর্গঠনেরই অংশ। প্রশাসনিক দক্ষতা ও মন্ত্রকগুলোর কার্যকারিতা আরও বাড়ানোর লক্ষ্যেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:Samantha Ruth Prabhu: হৃত্বিকের থেকেও সুন্দর নাগা চৈতন্য, বললেন সামান্থা