নতুন চমকের ইঙ্গিত কিন্তু আগেই মিলেছিল। সোশ্যাল মিডিয়ায় যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও সৌরভ দাস (Sourav Das) একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাঁদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন বলিউডের বিশিষ্ট পরিচালক ও প্রযোজক মহেশ ভট্ট। ছবি দেখে অনেকেই ভাবতে শুরু করেছিলেন, নিশ্চয়ই কোনও নতুন ছবির প্রচার চলছে। কিন্তু আসল সত্যি প্রকাশ পেল নববর্ষে—সিনেমা নয়, যীশু ও সৌরভ একসঙ্গে একটি নতুন প্রযোজনা সংস্থা চালু করছেন, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মহেশ ভট্টও।

ক্রিকেট মাঠে তাঁদের দারুণ বোঝাপড়া থাকলেও, একসঙ্গে কাজ করার সুযোগ আগে হয়ে ওঠেনি। এবার সেই অপূর্ণতা পূরণ হতে চলেছে। নতুন এই প্রযোজনা সংস্থার ব্যানারে শুধু বড়পর্দা নয়, ছোটপর্দা, ওটিটি সিরিজ এবং মিউজিক ভিডিও তৈরির পরিকল্পনাও রয়েছে। বাংলার কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে মহেশ ভট্ট এই প্রথম যুক্ত হলেন। জানা গেছে, প্রযোজনা সংস্থা গড়ার প্রস্তাবটা প্রথমে সৌরবই দিয়েছিলেন।

যীশু (Jisshu Sengupta) বলছেন, ‘প্রথম প্রযোজনা সংস্থা খোলার ভাবনা সৌরভেরই। দুজন অভিনেতা একসঙ্গে এলে ফিকশন তৈরি হতে পারে। অবশ্য দুজন একসঙ্গে প্রযোজনা সংস্থা খুললে কোথায় কোথায় সমস্যা হতে পারে আমরা সেই বিষয়েই আলোচনা করেছি। সৌরভের জীবন নিয়ে একটা স্পষ্ট ধারণা রয়েছে। ও কি চায় সেটা ও জানে। আমাদের লক্ষ্য এক, তবে পদ্ধতি আলাদা। আমাদের প্রিয় চরিত্র ব্যাটম্যানের জোকার। প্রথমে ভেবেছিলাম জোকার বা ওই রকম কিছু নাম রাখব সংস্থার। তারপরে মনে হল জোকারের প্রিয় সংলাপ “হোয়াই সো সিরিয়াস”। সেইটা মাথায় রেখেই এই সংস্থার নামকরন করা হয়।’

অভিনেতা সৌরভ বলছেন, ‘এই সংস্থার প্রত্য়েকটা কাজেই যে আমি আর যীশুদা থাকব তার কোনও মানে নেই। কনটেন্টের ওপর নির্ভর করবে কাজের কাস্টিং। আমরা চেষ্টা করব নতুনদের নিয়ে কাজ করার। নতুনদের সুযোগ দেওয়ার। আমরা সমস্ত কিছুই তৈরি করতে চাই। সিনেমা থেকে শুরু করে ওটিটি সিরিজ, মিউজিক, সমস্ত কিছু নিয়েই কাজ করতে চাই। দর্শকদের ভাল ভাল কাজ উপহার দিতে চাই।’

এই প্রযোজনা সংস্থা নিয়ে মহেশ ভট্ট বলছেন, ‘যিশু সেনগুপ্ত আমার ছেলের মতো। ও কিছু বললে, আমাকে রাজি হতেই হবে৷ যিশু সেনগুপ্তের মতো অভিনেতা খুব কম আছে। এ রকম প্রতিভা কম দেখা যায়। তাই যিশুর কাজে আমি অবশ্যই থাকব৷ এখন তো কলকাতায় যাতায়াত লেগেই থাকবে। কি করতে চলেছে যিশু আর সৌরভ সেটা দর্শকরা দেখতে পাবেন। যাদুকরের টুপি থেরে থেকে কী কী বেরোয় সেটা দেখার জন্য আপনাদের সকলকে অপেক্ষা করতে হবে’।

আরো পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *