বাংলা নববর্ষে নিজের ত্বকের রং ও শরীর নিয়ে এক সাহসী বার্তা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘চিরসখা’য় তিনি দেখা দিচ্ছেন খলনায়িকার চরিত্রে। তবে পয়লা বৈশাখের এই বিশেষ দিনে কেন এত জোর দিয়ে নিজের গায়ের রঙ নিয়ে কথা বললেন তিনি?
আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ‘উমা’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পাওয়া শিঞ্জিনী বলেন, “এক সময় মানুষ আমার গায়ের রং নিয়ে নানা কথা বলেছে। কিন্তু কখনও তা কানে নিতাম না। কারণ, আমার গায়ের রং তো আমি নিজে বেছে নিইনি!” এই উপলব্ধি থেকেই নিজের প্রতি ভালবাসা আরও গাঢ় হয়েছে তাঁর। জানালেন, আত্ম-অনুসন্ধান ও নিজেকে ভালোবাসার পথে অনেকটা সময় কাটিয়ে ফেলেছেন তিনি। নিজের শরীর ও গায়ের রং নিয়ে কোনও লজ্জা বা সংশয় নেই তাঁর মনে। বরং, যা নিয়ে জন্মেছেন, তাতেই তিনি আনন্দিত।
একটি ঘটনার কথা শেয়ার করে শিঞ্জিনী বলেন, “মডেলিংয়ে যখন প্রথম পা রাখি, তখন আমাকে বলা হয়েছিল ফর্সা দেখাতে গা-চকচকে মেকআপ নিতে। কিন্তু আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম, আমার ত্বকের আসল রঙ নিয়েই আমি কাজ করব। আমি ‘ডাস্কি’, আর সেই রঙেই আমি সবচেয়ে সুন্দর।” তাই আজ আর কারও কটাক্ষের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেন না তিনি।
নায়িকার চরিত্রে অভিনয়ের পর বারবার খলনায়িকার ভূমিকায় কেন? এই প্রশ্নে হেসে ফেলেন শিঞ্জিনী। বললেন, “নায়িকা হতে আসিনি। আমি ভাল অভিনেত্রী হতে চাই। চরিত্র বেছে নিয়ে অভিনয় করি। সেটা নায়িকা হোক বা খলনায়িকা— আমার তাতে কিছু যায় আসে না।”
আরো পড়ুন: Akshay Kumar: অক্ষয়ের ব্যবহারে মুগ্ধ নেট নাগরিকরা, কি এমন হলো?
Image source-Google