চৈত্র সংক্রান্তির পুণ্য লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে কালীঘাটে (Kalighat) উদ্বোধন হল বহু প্রতীক্ষিত স্কাইওয়াকের। কালীঘাট মন্দির চত্বরে ক্রমবর্ধমান ভিড় ও যানজট সামলাতে এই স্কাইওয়াক নির্মাণ করা হয়েছে। তবে শুরুতে এই প্রকল্প নিয়ে চিন্তায় পড়েছিলেন এলাকার একাংশ হকার। তাঁদের আশঙ্কা ছিল, স্কাইওয়াক তৈরি হলে তাঁদের রুজি-রোজগারে টান পড়তে পারে।
তবে মুখ্যমন্ত্রীর মানবিক হস্তক্ষেপে সেই সমস্যা মিটে যায়। হকারদের যাতে ব্যবসা বন্ধ না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। হাজরা পার্কে তৈরি করা হয় অস্থায়ী হকার্স কর্নার, যেখানে এক বছরের জন্য তাঁদের বসার ও ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। এদিন স্কাইওয়াকের সঙ্গে সঙ্গে সেই নতুন হকার্স কর্নারটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, দক্ষিণেশ্বর স্কাইওয়াক নির্মাণের অভিজ্ঞতা থেকেই কালীঘাটে এই পরিকল্পনার কথা ভাবা হয়েছিল। তবে কালীঘাট এলাকার সীমিত জায়গা ও ভিড়ের কারণে কাজটা ছিল অনেক কঠিন। তিনি বলেন, “আমি বললাম, একটা বুদ্ধির সঙ্গে ব্যবস্থা করো। যতদিন স্কাইওয়াক তৈরির কাজ চলবে, ততদিনের জন্য হাজরা পার্কে ওদের বসার ব্যবস্থা করো। যাতে ওদের জীবিকা বন্ধ না হয়।”
বর্তমানে সেই অস্থায়ী ব্যবস্থা পরিণত হয়েছে এক শীতাতপ নিয়ন্ত্রিত হকার্স কর্নারে। এখন হকাররা সেখানে আরও ভালোভাবে তাঁদের ব্যবসা চালাতে পারবেন।
রাজনৈতিক মহলের মতে, এই প্রকল্প প্রমাণ করে যে রাজ্য সরকার শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন নয়, সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থকেও সমান গুরুত্ব দেয়। কালীঘাট মন্দির চত্বরে সৌন্দর্যায়নের পাশাপাশি, যাঁরা মন্দিরকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন, তাঁদের জন্যও এই সরকার সচেতনভাবে ভাবছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হল এক অনন্য দৃষ্টান্ত।
আরও পড়ুন: Amitabh Bachchan: নতুন কোন সমস্যায় পড়লেন অমিতাভ?