শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক বরাবরই আলোচনার বিষয়, বিশেষ করে বলিউডের বচ্চন পরিবারে। বি-টাউনে প্রায়ই গুঞ্জন শোনা যায় যে, জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যা রায়ের সম্পর্ক খুব একটা মধুর নয়। এমনকি এক সময় অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনাও ছড়িয়েছিল, যদিও তা পরে ভুল প্রমাণিত হয়। তবে সেই সময়ও বলা হয়েছিল, শাশুড়ি-বৌমার মধ্যে মতভেদই নাকি সেই জল্পনার অন্যতম কারণ।
তবে সবসময় এই সম্পর্ক এমন ছিল না। সম্পর্কের শুরুতে জয়া ও ঐশ্বর্যাকে একসঙ্গে বহু অনুষ্ঠানে দেখা যেত। সম্প্রতি একটি পুরনো ভিডিয়ো সমাজমাধ্যমে ফের ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে—জয়ার মুখে পুত্রবধূর প্রতি অকুণ্ঠ প্রশংসা।
২০০৭ সালের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়া (Jaya Bacchan) বলেছিলেন, “আমাকে এর আগেও এই পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু আমি তা গ্রহণ করিনি, কারণ সময়টাকে উপযুক্ত মনে হয়নি। কিন্তু আজ আমি এক অসাধারণ সুন্দরী এবং মূল্যবোধসম্পন্ন মেয়ের শাশুড়ি হতে চলেছি।”
ঐশ্বর্যাকে নিয়ে আরও বলেন, “ওর মধ্যে গভীর মূল্যবোধ রয়েছে, নিজের সম্মান বজায় রাখতে জানে। আর ওর হাসিটা সত্যিই দারুণ।”
জয়ার (Jaya Bacchan) এই কথায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ঐশ্বর্যা। চোখে জল এলেও মুখে হাসি লেগে ছিল তাঁর।
এই ভাইরাল ভিডিয়ো দেখে অনেকেই অবাক হয়ে প্রশ্ন তুলছেন, “এত সুন্দর একটা সম্পর্ক কী ভাবে সময়ের সঙ্গে তিক্ততায় রূপ নিল?”
আরো পড়ুন:
Image source-Google