২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর কিছুদিন রাজনীতির আঙিনা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জন্য তিনি দেশের বাইরে ছিলেন। এই সময়ে নানা রকম গুঞ্জন শোনা গিয়েছিল—তিনি কি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন? তবে এসব গুঞ্জন এবং সন্দেহের মাঝে, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেকে পুনরায় দলীয় কার্যক্রমে সক্রিয় করে তুলেছেন। বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোরে তৃণমূলের বৃহৎ সভায় তিনি উপস্থিত হয়ে দীর্ঘ বক্তব্য রাখেন এবংচিকিৎসার বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে উড়িয়ে দেন।
অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘‘আমি অন্য ধাতুতে গড়া। মানুষের কাছে যেতে আমি কষ্ট করব, মাথা নত করে কাজ করব, তবে বিজেপির অধীন হতে আমি প্রস্তুত নই। সংবাদমাধ্যমে রটানো হচ্ছে যে আমি বিজেপিতে যাচ্ছি, কিন্তু এসব খবর একশো শতাংশ মিথ্যা। আমার গলা কেটে দিলেও সেই কাটা গলায় ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ বলাই হবে।’’
এছাড়া কয়লা এবং শিক্ষা দুর্নীতির মামলায় একাধিকবার ইডি ও সিবিআইয়ের (CBI) তরফে অভিষেককে তলব করা হয়েছে, তবে তিনি প্রতি বারই হাজির হয়ে তদন্তে সহযোগিতা করেছেন। এর মাঝেই দলের মধ্যে আলোচনা উঠেছিল, অভিষেক কি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছেন। কিন্তু, তিনি আবারও স্পষ্ট করলেন, ‘‘বিজেপির বশ্যতা স্বীকার করা আমার পক্ষে সম্ভব নয়।’’
আরও পড়ুন:CPIM: বাঙালির রাজনীতি নতুন রূপে, সিপিএমের রাজ্য সম্মেলনে বড় পরিবর্তন