বীরভূমের বাইরেও বাড়ছে দায়িত্ব,বড়ঞার বড় দায়িত্ব কেষ্টর শক্ত হাতে সঁপলেন মূখ্যমন্ত্রী।আগামী বছর বিধানসভা নির্বাচন। আর তার আগেই বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভা এলাকার দায়িত্ব দিয়ে দিলেন তাঁর ‘স্নেহের’ কেষ্টার ঘাড়ে। ২০২৬ সালের এই বিধানসভা কেন্দ্রের দায়িত্ব থাকবেন অনুব্রত মণ্ডল।অর্থাৎ বিধানসভা নির্বাচন পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রে শেষ কথা বলবেন অনুব্রত।

প্রসঙ্গত,২০২১ সালের নির্বাচনে প্রথমবার বড়ঞা বিধানসভায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী অমিয়কুমার দাসকে ২,৭০০ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় তাঁর। ১৩ মাস জেল খেটে জামিনে ছাড়া পেয়েছেন। জনপ্রতিনিধি হিসাবে ‘স্বাভাবিক’ কাজকর্মও শুরু করেছেন তিনি। কিন্তু, তিনি যখন জেলে ছিলেন, সেই সময়কে কাজে লাগিয়ে বড়ঞাতে অনেকটাই ভিত পাকা করে নিয়েছে বিজেপি। সেই বিষয়টি মাথায় রয়েছে তৃণমূল শীর্ষনেতৃত্বের।

লোকসভা ভোটের ফলাফল থেকে বিজেপি’র উত্থানের ছবি স্পষ্ট। বহরমপুর লোকসভা কেন্দ্রের দুই হেভিওয়েট প্রার্থী কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূলের ইউসুফ পাঠানের মধ্যে সমানে টক্কর হলেও, বড়ঞা বিধানসভায় বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মলচন্দ্র সাহা ৫৫৮ ভোটে এগিয়েছিলেন। এই বিষয়টি নজরে রেখেই বড়ঞার দায়িত্ব কেষ্টর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন দলনেত্রী। বিধানসভা নির্বাচনে বড়ঞা নিয়ে নিশ্চিত থাকতে চাইছে তৃণমূল নেতৃত্ব।আর সেই কারণেই বেছে নেওয়া হলো অনুব্রত মণ্ডলকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *