বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন খই টিকিয়া। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

৩ কাপ খই

১টি মাঝারি পেঁয়াজ কুচি

১/৪ চা চামচ আদা কুচি

১/৪ চা চামচ রসুন কুচি

২টি লঙ্কা কুচনো

৭-৮টি কারিপাতা

১/২ চা চামচ চাট মশলা

২ চা চামচ কর্নফ্লাওয়ার

৩ চা চামচ জল

স্বাদ মতো নুন এবং চিনি

ভাজার জন্য তেল

প্রণালী:

একটি বাটিতে খই এবং সমস্ত কুচনো উপকরণ, কারিপাতা, কর্নফ্লাওয়ার, চাট মশলা, নুন, চিনি এবং জল দিয়ে ভাল ভাবে মেখে নিন।

এ বার হাতে সামান্য তেল বা ঘি মাখিয়ে ওই মিশ্রণ থেকে তিন চামচ করে হাতে নিয়ে সেগুলিকে হাতের চাপে পছন্দের আকৃতি দিন। গোল বা চৌকো বা পাতার মতো বানাতে পারেন।

ননস্টিক প্যানে সামান্য তেল দিয়ে চারটে করে টিকিয়া দিন। এক দিক ভাজা হয়ে গেলে হালকা হাতে উল্টে নিয়ে অন্য দিকটাও ভাজুন। ভাজা হয়ে গেলে একটি পেপার ন্যাপকিনে রাখুন, যাতে অতিরিক্ত তেল টেনে নেয়। টম্যাটো সসের সঙ্গে পরিবেশন করুন।

আরো পড়ুন: Sourav Chakraborty: মধুমিতার বিয়ের খবর শুনে কি বললেন সৌরভ?

Image source-Google

By Torsha