কর্মজীবন ও ব্যক্তিগত জীবনকে একসাথে একই তালে সামলে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সুখের সংসার পেতেছেন তিনি। মেয়ে মালতিকে নিয়ে দিব্যি আছেন তারা। বলিউডে একাধিক পুরুষকে মন দিয়ে ভালবাসলেও সম্মান পাননি তিনি। তাই বিয়ের সময় পাত্রকে যাচাই করে নিয়েছিলেন ‘দেশি গার্ল’।

নিজের বিয়ের সময় পাত্রের মধ্যে যে গুণগুলি দেখেছেন সেই প্রসঙ্গে প্রিয়ঙ্কা (Priyanka Chopra Jonas) বলেন, ‘‘প্রথমত, আমি দেখেছি মানুষটা সৎ কি না! কারণ জীবনে সম্পর্কের ক্ষেত্রে অনেক কষ্ট পেয়েছি। দ্বিতীয়, মানুষটা পরিবারকে সময় দেয় কি না সেটা দেখেছিলাম।” তিনি আরও যোগ করেন, “তৃতীয়, আমার পেশাকে সম্মান করে কি না! কারণ আমি ভীষণ সিরিয়াস আমার কর্মজীবন নিয়ে। চতুর্থত, আমি সব সময় এমন একজনকে চেয়েছি যে সৃষ্টিশীল হবে। জীবনে আমার সঙ্গে যাঁর বড় কিছু করার লক্ষ্য আছে।’’ আর সর্বশেষে তাকে প্রিয়াংকার মতো উচ্চাকাঙ্খী হতে হবে। নিকের মধ্যে এই সবকটি গুণ থাকার কারণে তাকে বর হিসেবে বেছে নেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন পালং শাকের ভর্তা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *